বাঁশরি ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ অংশগ্রহণের লক্ষ্যে মহালছড়ি উপজেলা ফুটবল দলের পরাশক্তি মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাবেন জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারী) রাতে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়।
মানিকছড়ি মুসলিমপাড়া একাদশের স্পন্সর হয়েছে মুন্সি আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়।
জার্সি উন্মেচন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক।
এছাড়াও দলের ম্যানেজার মোঃ রাজু, কোচ মোঃ রায়হান,স্পন্সরের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন,অধিনায়ক মোঃ মনির হোসেন সহ অত্র এলাকার শওকত মাষ্টার, রফিক মাষ্টার,তারিকুল মাষ্টার, সোহেল রানা,ইব্রাহীম, আদম সহ খেলায়োর,গ্রামবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলটির কোচ বলেন ‘ ফুটবল শুধু একটি খেলা নয়, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, একতা, শিষ্ঠাচার আর ক্রীড়া নেপূন্যের মিলবন্ধন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে পাশাপাশি তাদেরকে প্রতিটি ম্যাচে জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। দলের খেলোয়াড় ও কর্মকর্তাদেরকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। সে লক্ষ্যে আমাদের বাজার একাদশ খেলা অংশ নিচ্ছে। আশা করি আমরা চ্যাম্পিয়ন হবো। পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি দলের বিজয়ে নেপথ্য শক্তি হিসেবে কাজ করে।
আগামীকাল বৃহস্পতিবার(২৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় ঐতিয্যবাহী মহালছড়ি স্টেডিয়ামে বাজার একাদশের মুখোমুখি হবে মানিকছড়ি মুসলিম পাড়া স্পোটিং ক্লাব।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত