• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
লামায় ১৫ দিনের ব্যবধানে ফের ২০ শ্রমিককে অপহরণ বান্দরবানে মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবাসহ দুজনের যাবজ্জীবন বান্দরবানে সীমান্তে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব – পলাশ ধর লামায় শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রামগড়ে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনু্ষ্ঠিত  রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১ বান্দরবানের সেনা সহায়তায় নিজ বাড়িতে ফিরে এসেছে কুকি চিনের তান্ডবে ঘরছাড়া গ্রামবাসীরা মানিকছড়িতে কার্প জাতীয় মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কাপ্তাইয়ে ক্রিকেট ট্যালেন্ট হান্ট দ্বিতীয় পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত রাষ্ট্রীয় সন্মানে বীর মুক্তিযোদ্ধা শাহজাহানের চিরবিদায় রামগড় ৪৩ বিজিবির অভিযানে  ভারতীয় সিগারেটের ফিল্টার জব্দ

লংগদুতে জামায়তের ত্রান ও শীতবস্ত্র বিতরণ

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) / ৬১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি) রাঙামাটির লংগদুতে দরিদ্র ও শীতার্থদের মাঝে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), চট্রগ্রাম বিভাগের অর্থায়নে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার আয়োজনে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
২১ জানুয়ারী, মঙ্গলবার বেলা ৩ টায় স্থানীয় একটি মিলনায়তনে এসব ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম ও উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য খ ম মতিউর রহমান।

মাইনীমুখ ইউনিয়ন জামায়াতের আমীর ও উপজেলা এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও এসিসট্যান্ট সেক্রেটারী তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ পুর্ব সভায় আরো উপস্থিত ছিলেন বায়তুল মাল সম্পাদক ওছমান গণি শ্রমিক কল্যান ফেডারেশন লংগদু উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক,লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবু বকর, সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, মাওলানা আমানুল হক, জুলহাস উদ্দীন, মাহফুজুর রহমানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণকে সরকারী দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে। তিনি জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামীদিনে কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ