দিনাজপুরের বিরামপুর ৪ নং দিওড় ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বৈদাহার গ্রামের স্থায়ী বাসিন্দা বিদেশ প্রবাসী সকলের সু-পরিচিত বিশিষ্ট সমাজ সমাজ সেবক আঃমালেক মন্ডল কতটা মহান ও জনদরদী তিনি তার সকল জনকল্যাণমুখী কর্মকাণ্ডে ইতি পূর্বে পরিচয় দিয়েছেন।
নিজ অর্থায়নে দির্ঘ্যদিন ধরে দিওড় ইউনিয়ন বাসির কল্যাণে নানান মুখী সেবা অব্যাহত রেখেছেন,এমন মহানুভবতা ঐকান্তিক প্রচেষ্টার পরিশ্রম মহান ব্যক্তিই নিতে পারেন। দিওড় ইউনিয়ন বাসি খুবই গর্বিত এমনই স্বেচ্ছাসেবক দানবীর ব্যক্তিকে পাশে পেয়ে।
পেয়েছে দিওড় ইউনিয়ন বাসি করোনা শুরু থেকে দ্বিতীয় ঢেউয়েও সর্ব প্রকার সহায়তা সহ সাস্থ্য বিধির আলোকে মাস্ক বিতারণ কর্মসূচী অব্যাহত রেখেছেন সর্বত্রই এমনই ব্যাক্তিত্ব চেয়াম্যান পদপ্রার্থী আঃমালেক মন্ডল তারই ধারাবাহিকতায়ঃ-
ইউনিয়নের বিভিন্ন বাজার গ্রাম ঘুরে ঘুরে সালাম বিনিময়ের মাধ্যমে সর্বস্থরের মানুষের ভালো মন্দ খোজ নেন এবং সাস্থ্য বিধির আলোকে মাস্ক বিতারণ সহ উন্নয়ন মুখী কার্যক্রম চলোমান রেখে ভুক্তভোগী অসহায় মানুষের ভালো মন্দ খোজ খবরের পাশাপাশি অত্র ইউনিয়নের কাঁচা রাস্তার কাদাজনিত জনচলালের অযোগ্য রাস্তার অংশ গুলো নিজে সরাসরি ঘুরে ঘুরে পরিদর্শন করছেন বিশিষ্ট সমাজ সেবক আঃ মালেক মন্ডল।