রাঙামাটির নানিয়ারচর উপজেলায় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের এক চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী।
আটককৃতের নাম সুবন্ত চাকমা (৩০)। সে নানিয়ারচর উপজেলার বেতছড়ি দোসর পাড়া এলাকার মৃত লক্ষী বিলাস চাকমা’র ছেলে।
জানা যায়, মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে গোপন তথ্যর ভিত্তিতে উপজেলার ১৮ মাইল নামক এলাকায় যৌথনিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে ব্যবহৃত ০৪টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ অর্থ সহ চাঁদা কালেক্টর সুবন্ত চাকমাকে আটক করে। পরে তাকে নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়।
নানিয়ারচর উপজেলা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান, গতকাল মঙ্গলবার যৌথ অভিযানে চাঁদাবাজ সুবন্ত চাকমাকে গ্রেপ্তারের পর (৩৮৫/৩৮৬) ধারায় মামলা দায়ের করা হয় এবং আজ মঙ্গলবার সকালে তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত