মহিউদ্দীন চৌধুরী, পটিয়া সংবাদদাতা, (পটিয়া) চট্টগ্রাম:
পটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার আহত সামশুল আলম (৪০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার (৩০ ডিসেম্বর) সকালে চমেক হাসপাতালে নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে ২১ ডিসেম্বর পটিয়ার পূর্ব হাইদগাঁও গ্রামের ভাঙ্গাপুল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার পটিয়া থানায় ওই দিনই একটি মামলা করেছিলেন বলে জানা গেছে।পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নুর নয়া দিগন্তকে বলেন, ‘ওই ঘটনার পর মামলার প্রধান আসামিসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।’জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে সামশুল ঘর থেকে বের হয়ে পটিয়া পৌরসভা এলাকায় বাজারে যাচ্ছিলেন। পথে হাইদগাঁও ভাঙাপুল এলাকায় পৌঁছালে আগে থেকে ওতপেতে থাকা স্থানীয় সন্ত্রাসীরা তার উপর লোহার বড় হাতল ও কিরিচ দিয়ে হামলা চালায়। এ সময় লোহার রড ও কিরিচের আঘাতে তার মাথা থেতলে যায়। পরে এলাকাবাসী তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় অবস্থার অবনতি দেখে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।পটিয়া থানার পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নুর বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত