মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)
পার্বত্য জেলা রাঙ্গামাটির দূর্গম পাহাড়ি এলাকা কাট্টলী বাজারের পশ্চিম পার্শ্বে কিচিংছড়া নামক স্থানে একজন পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে।
২ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর বেলায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাট্টলীর কিচিংছড়া এলাকায় দুই পক্ষের মাঝে পাহাড়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীতগ্রুপ)-এর এক সশস্ত্র সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে এমফোর রাইফেল, ৩০ রাউন্ড গুলি, সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।
খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর লংগদু জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল হিমেল মিয়া, পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ও বাঘাইছড়ি সার্কেল এসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি ঘটনাস্থলে পৌছে । পরে ঘটনাস্থল সেনাবাহিনীর পোশাক পরিহিত পাহাড়ি সশস্ত্র সংগঠনের সদস্য এর লাশ ও তার সাথে থাকা একটি এমফোর (M4) রাইফেল (চাইনিজ টাইপের), ৩০ রাউন্ড গুলি, ৫টি ব্যাগ, ১০টি কম্বল, ১০-১২টি মোবাইল ফোন (চার্জারসহ), দুটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার করা হয়।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, ওসি তদন্ত স্বরজিৎ দেবনাথ, এসআই আল মামুন সহ ঘটনাস্থলে যাই। সেখানে সেনাবাহিনীর সহায়তায় সেনাবাহিনীর পোশাক পরিহিত সশস্ত্র পাহাড়ি লাশ পাওয়া যায়। কাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটা জানা যায়নি। নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, আমরা সকাল ৭টার দিকে উপজেলার লংগদু সদরে ইউনিয়নের কাট্টলী এলাকায় বন্দুক যুদ্ধের খবর জানতে পারি। তাৎক্ষণিক ভাবে সেনাবাহিনীর সহযোগিতায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী নিয়ে যাই এবং কিচিংছড়া নামক স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের সেনাবাহিনীর পোশাক পরিহিত পাহাড়ি সশস্ত্র সদস্যের লাশ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে একটি এমফোর (M4) রাইফেল (চাইনিজ টাইপের), ৩০ রাউন্ড গুলি, ৫টি ব্যাগ, ১০টি কম্বল, ১০-১২টি মোবাইল ফোন (চার্জারসহ), দুটি জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে পাহাড়ের সশস্ত্র সংগঠন সমুহের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত