ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে বিএনপি দলী কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ, সদস্য সচিব জিন্নাত তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক ইউনুস মানিক, সদস্য সচিব সোহেল রানা, কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক নুর কবির, সদস্য সচিব সরোয়ার গাজী সহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
বিকাল ৩ টায় বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠন ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে চৌমুহনী শাপলা চত্বর হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ বিশ্রামাগারে এসে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দেয়।
কর্মসূচি সমুহে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উদ্ভোধক হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ জেলা, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গণে অর্ধশতাধিক হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয় এবং কাচালং নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত