সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনে বাগানে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ওমর মন্ডল(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।
নিহত ওমর মন্ডল(২০) গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার কালাম মন্ডল এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার
রাত ৯ টার দিকে নিহত ওমর মন্ডল (২২) রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।পরবর্তী সময় তার মা সারারাত আশেপাশে খোঁজাখুজি করে তাকে পায় না। আজ সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সারে ছয়টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পিছনে আবু ডাক্তারের বাগানে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে রশি কেটে তার লাশ নিচে নামায়।
নিহতের পিতা কালাম মন্ডল বলেন, রাতে খাবার খেয়ে সে ঘর থেকে বের হয়েছে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। ও গাড়ি চালাতো নিজের মতো থাকতো। আর যেখানে এসে গলায় ফাস নিয়েছে এখানে চারদিক থেকে আটকানো।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত