• শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
দীঘিনালায় ভাঙ্গা ঘরে কষ্টে দিন কাটছে অসহায় আহমদ আলী পরিবারের রামগড়ে চার মাংস ব্যবসায়ীকে জরিমানা গোয়ালন্দ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন-সভাপতি আজু শিকদার, সম্পাদক শহিদুল ইসলাম আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিলেন যামিনীপাড়া জোন রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে দুই ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমানা খাগড়াছড়ি বন বিভাগ দু’টি বন মোরগ উদ্ধার করে অবমুক্ত করলো প্রাকৃতিক বনে মাটিরাঙ্গা জোনে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা পাহাড়ে অনগ্রসর জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সেনাবাহিনীর সহায়তা বিতরণ লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা মানিকছড়িতে ইয়ুথ গ্রুপের কর্ম অভিজ্ঞতা ও ত্রৈমাসিক সভা লংগদুতে সরকারি চাল মজুদ রাখার অভিযোগে তিন ব্যবসায়ীকে নগদ অর্থদন্ড নববর্ষের শোভাযাত্রায় ইয়েন ইয়েনের দেশবিরোধী প্ল্যাকার্ড নেওয়ায় পিসিসিপি’র বিক্ষোভ

অবশেষে  নিঁখোজের ৪২  ঘন্টা পর কাপ্তাইয়ের  কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিঁখোজ দুই পর্যটকের লাশ

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: / ১৭৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি:

অবশেষে  নিঁখোজের ৪২  ঘন্টা পর রাঙামাটির  কাপ্তাইয়ের সীতাঘাট মন্দির সংলগ্ন   কর্ণফুলি নদীতে ভেসে উঠলো নিঁখোজ দুই পর্যটকের লাশ। তাঁরা হলেন চট্টগ্রাম মহানগর এলাকার  সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে শাওন দত্ত(১৬) এবং প্রিয়ন্ত দাশ।  শাওন   রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র।    প্রিয়ন্ত দাশ হলো  শাওনের খালাতো ভাই।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)  সকাল সাড়ে ৭ টার দিকে নিঁখোজ দুই পর্যটকের লাশ ভেসে উঠলো বলে জানান ৯ নং শিলছড়ি  ওয়ার্ডের ইউপি সদস্য মো সরোয়ার এবং ঐ এলাকার স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু।

ইউপি সদস্য মো: সরোয়ার জানান,  আজকে সকালে নিঁখোজ পর্যটকের পরিবারের সদস্যরা কর্ণফুলি নদীতে লাশ ভেসে উঠলো বলে সংবাদ দিলে, আমি সাথে সাথে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করি। পরে সকাল ৮ টা ৫ মিনিটে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লাশ ২ টি কর্ণফুলি নদী হতে উদ্ধার করে।

স্থানীয় কৃষক এনামুল হক বাচ্চু জানান,  গত মঙ্গলবার( ২৪ ডিসেম্বর)   দুপুর ১ টা ৩০ মিনিটে গোসল করতে গিয়ে যেখানে দুই পর্যটক নিঁখোজ হন, ঠিক সেই জায়গায় কয়েক সেকেন্ড এর ব্যবধানে  লাশ ২ টি ভেসে উঠে।

কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হতে খবর জানার সাথে সাথে আমাদের ফায়ার সার্ভিসের লীডার কাজী নজরুল ইসলাম এর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল কর্ণফুলি নদী হতে নিঁখোজ দুই পর্যটকের লাশ উদ্ধার করেন।

চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রসঙ্গত: রাঙামাটির  কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন  কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে দুই  পর্যটক নিখোঁজ হন।গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতার ঘাট এলাকায়  এ ঘটনা ঘটে।

এদিকে  নিঁখোজ এর সন্ধানে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সহায়তায়  কাপ্তাই ফায়ার সার্ভিস এবং কাপ্তাই নৌ বাহিনীর ডুবুরি দল নিঁখোজ দুই পর্যটকের সন্ধানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও গত বুধবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার করা যাই নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ