সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ নাহিদুর রহমান যোগদান করেন।
তিনি ৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি বরগুনা জেলার বামনা উপজেলার বাসিন্দা।
গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার মোঃ আসাদুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি স্থানীয় সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত