ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায় এর সময় এসএসসি পরীক্ষার তারিখ হওয়ায় রুটিন বাতিলের দাবিতে মিছিল ও মানববন্ধন করা হয়। রোববার সকালে আদিবাসি ব্যানারে শিক্ষার্থীরা মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে শিক্ষার্থী উক্যনু মারমা'র সঞ্চালনায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চহ্লাপ্রু মারমা'র সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিলাঅং মারমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাম্রাসাই মারমা, বাংলাদেশ ইউনিভার্সিটি'র শিক্ষার্থী সাচিং মারমা, এসএসসি পরীক্ষার্থী অনিন্দা চাকমা, সুনেশ চাকমা।
মানববন্ধন কালে শিক্ষার্থীরা পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বর্ষবিদায় উপলক্ষ্যে এসএসসি পরীক্ষার তারিখ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান সরকারি উৎসব উদযাপন উপলক্ষ্যে ৫দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত