সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁন বাড়িতে ভাংচুর অভিযোগ উঠেছে। গোয়ালন্দ পোর ছাত্রদলের সভাপতি মোঃ আজিম ইসলামের বিরুদ্ধে।এ বিষয় গোয়ালন্দ ঘাট থানা মামলা রুজু হয়েছে।গতকাল(২০ ডিসেম্বর) শুক্রবার আনুমানিক রাত ১০ ঘটিকায় এ ঘটনা ঘটে।
দৌলতদিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁনের স্ত্রী মোছাঃ হোসনারা বেগম বলেন, গোয়ালন্দ পোর ছাত্রদল নেতা সহ ১০ -১২ জন আমাকে গেট খুলতে বলে। আমি গেট খুলতে অশিকার করলে। বিভিন্ন অজুহাতে জরুরি কথা আছে বলে। কিছুক্ষন পর দরজার বার বার আঘাত করার পর দরজা খুলে দিলে। কয়েয়জন এসে আমাকে মারতে থাকে কয়েক জন দেশি-বিদেশী আগ্নেয়অশ্র দিয়ে ভাংচুর করতে থাকে ও আমার স্বামী নাম ধরে গালাগালি করতে থাকে। আমার স্বামী কে মেরে ফেলবে বলে সবাই চলে যায়।
গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ইয়াহিয়া খান বলেন, পোর ছাত্রদলের সভাপতি আমার বড় ভাই কে হত্যা উদ্দেশ্যে এসেছিল। আমার বড় ভাই কে বাড়িতে না পেয়ে পরিবারের অন্য অন্য সদস্য কে মারপিট করে ও বাড়িঘর ভাংচুর করেছে।বাড়িতে থাকা নগদ একলক্ষ টাকা ও তিন ভরি স্বর্ন লুটপাট করেছে। এতো দিন আমি আমার বড় ভাই বি এন পি করে অনেক হামলা মামলার শিকার হয়েছি। এখন নিজ দলের লোক আমাদের হত্যা করার জন্য পরিকল্পনা করছে। আমি দ্রুত এই দের গ্রেফতার দবি করছি। গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
প্রতিবেশী মোজিনা বেগম বলেন, রাতে কান্নাকাটি চিৎকার ও ভাংচুরের শব্দ শুনে ঘুম ভেঙে যায়। গেট খুলতে দেখি দেশি-বিদেশি অশ্রসহ কয়েকজন দোড়ে পালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত গোয়ালন্দ পোর ছাত্রদল সভাপতি মোঃ আজিম ইসলাম বলেন,গতকাল রাতে সন্ধার পর আইয়ুব আলী খাঁন সাথে কথা হয়েছে।কথা শেষ আমি একটা ওয়াজ মাহফিলে চলে গেছি। পরে শুনলাম তার বাড়ি হামলা হয়েছে। কে কারা করছে এই বিষয় টি আমি জানি নাহ।
এই বিষয় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, পুলিশ অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। একটি মামলা রুজু হয়েছে। মামলার কার্যক্রম পক্রিয়াধীন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত