২১ শে ডিসেম্বর শনিবার রুমা জোনে দায়িত্বরত ২৮ বীর কর্তৃক রুমা বাজার সংলগ্ন লালঙাক পাড়া এলাকায় বম সম্প্রদায়ের অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম (পিতা: মৃত লাল দাও বম, সাং: আরথা পাড়া, ১নং পাইন্দু ইউপি, রুমা, বান্দরবান)'কে সেনাবাহিনী কর্তৃক মরণোত্তর সম্মাননা প্রদান পূর্বক সমাহিত করা হয়।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছিলেন। পরবর্তীতে অবসরপ্রাপ্ত কর্পোরাল লালচেউ থাং বম এর মরদেহ বাজার সংলগ্ন জাইঅনপাড়াস্থ বম হোষ্টেলের পাশে সমাহিত করা হয়। সেই সাথে তার পরিবারকে সেনাবাহিনীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত