সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে বাসের চাপায় ব্যাটারি চালিত ভ্যানের যাত্রী মো: জাহাঙ্গীর মোল্লা (৩৫) নামে যুবকের মৃত্যু হয়েছে। পাশাপাশি ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে।সে পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
আহত ও নিহতরা ব্যাটারি চালিত ভ্যান গাড়ির যাত্রী ছিলেন। আহতদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে।তবে বাঁকি ২ জন গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ার দ্রুত তারা এসে দেখতে পায় ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে, পাশে ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ কালবেলা কে বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন।এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক বাসটিকে আটকের চেস্টা চলছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত