• রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
খাগড়াছড়িতে ফ্রী মেডিক্যাল ক্যাম্পেইন করেছে ২৩ বিজিবি খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীতা ঘোষণা মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির মানবিক উদ্দ্যোগ, ঈদ উপকরণ হিসেবে গরুর মাংস বিতরণ ঈদ-উল আযহা উপলক্ষে পানছড়িতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে মহাপরিচালকের উপহার সামগ্রী বিতরণ। মহালছড়িতে পালিত হয়েছে বিশ্ব তামাক দিবস ২০২৫ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: পানছড়িতে সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ পানছড়িতে দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থানে ছাগল ও শুকর বিতরণ দৌলতদিয়া পোড়াভিটা থেকে মাদক সেবী ও মাদক কারবারি আটক নানিয়ারচরে বিআরডিবির দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ গোয়ালন্দে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত খাগড়াছড়িতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে ভিজিএফ (চাউল) বিতরণ মহেশখালীতে আধুনিকতার ছোঁয়ায় বদলে গেছে হাসপাতালে স্বাস্থ্য সেবা

দৌলতদিয়ায় ১৯৬ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৩৫৭ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

রাজবাড়ির গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা হতে পাচারকালে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ফেনসিডিলগুলোর বহনকারী মোঃ কাউছার আলী (৩০) নামের এক যুবককে।সে যশোরের বেনাপোল পোর্ট উপজেলার আমড়াখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বেলা ১১ টার দিকে দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট এলাকা হতে পুলিশ ফেনসিডিলগুলোসহ ওই যুবককে গ্রেফতার করে।

বেনাপোল হতে আনা ফেনসিডিলগুলো নিয়ে সে ঢাকায় যাচ্ছিল। কিন্তু ফেরিতে উঠার আগ মূহুর্তে পুলিশ তাকে গ্রেফতার করে।

জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট শাহিন আলম জানান, মঙ্গলবার সকাল সারে ১০ টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে যানজট নিরসনের দায়িত্ব পালন করছিলেন।এ সময় গোপনে সংবাদ পান দৌলতদিয়ার ৩ নং ফেরিঘাট দিয়ে ফেনসিডিল বোঝাই একটি পিকআপ নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে। এ সময় তিনি দ্রুত সেখানে গিয়ে ফেরিতে ওঠার আগ মূহুর্তে নেভি ব্লু রংয়ের ওই পিকআপটি (নং যশোর -ন-১১-১১৪৬) আটক করেন। এ সময় পিকআপ থেকে নেমে চালক কাউছার আলী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করি।পরে তার দেয়া তথ্যানুযায়ী পিক-আপের পিছনের সিটে লুকিয়ে রাখা ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করি।
এ সময় আটক কাউছার একজন পেশাদার মাদক ব্যাবসায়ী এবং এভাবে তিনি নিয়মিত ঢাকায় ফেনসিডিলের চালান পাচার করে থাকেন বলে স্বীকার করেন।পরে ফেনসিডিলগুলোসহ তাকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করি।উদ্ধার ফেনসিডিলগুলোর আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯২ হাজার টাকা।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান,ফেনসিডিল উদ্ধারের ঘটনায় ট্রাফিক পুলিশের পক্ষ হতে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ