• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত  ইয়াবা কারবারি দুই সহোদর গ্রেপ্তার, অধরা মুল হোতা! বৈসাবির রঙ্গে রঙ্গিন পাহাড়…গুইমারাতে বর্ণাঢ্য সাংগ্রাই র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য তুলে ধরলো মারমা সম্প্রদায় খাগড়াছড়ি বন বিভাগ বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর প্রাকৃতিক বনে অবমুক্ত করে সাংগ্রাইকে স্বাগত জানিয়ে মানিকছড়িতে মঙ্গল শোভাযাত্রা কাপ্তাইয়ে সিক্স এ সাইড প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন  গুইমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রবিউলের শয্যাপাশে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মারমা নববর্ষ মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উদযাপন রাঙ্গুনিয়ায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সুর এবং ছন্দের তালে মাতোয়ারা দর্শক      রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৫০০০ টাকা জরিমানা 

ম্রো ভাষায় রচিত হলো সাত বীরশ্রেষ্ঠের জীবনী – বিজয় দিনে 

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ / ৯৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

অসীম রায় (অশ্বিনী) বান্দরবানঃ

পাহাড়ের পশ্চাৎপদ ম্রো জনগোষ্ঠীর মাঝে মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরশ্রেষ্ঠদের জীবনী তুলে ধরতে ম্রো ভাষায় রচিত হয়েছে বই। “নমমো তসেন কিয়াকমি ” নামের ম্রো ভাষায় রচিত এই বইটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের বীরত্ব গাথা কাহিনি ও ৭ বীরশ্রেষ্ঠদের জীবনী। সেই সাথে ক্রামাদি ধর্মের প্রবক্তা মেনলে ম্রোর নিজ হাতে আঁকা ছবি নিয়ে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে।

 

১৫ ই ডিসেম্বর রবিবার বান্দরবান শহরের উজানী পাড়া তং রিসোর্ট মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয় এর শিক্ষক তরুণ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তার সাথে সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, সাংবাদিক মিনারুল হক, ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রো সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

লেখক ইয়াং ঙান জানান ম্রো ভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে কোন লেখা না থাকায় এতদিন তারা এই ইতিহাস থেকে বঞ্চিত হয়েছিল। বিশেষ করে তরুণ সম্প্রদায় মুক্তিযুদ্ধের মহান বীরত্ব গাথা ইতিহাস জানা থেকে পিছিয়ে ছিল। এছাড়া পাহাড়ের পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের ভাষা বর্ণমালাও প্রায় বিপন্ন। এসব চিন্তাধারা থেকে ম্রো সম্প্রদায়ের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের জীবনী তুলে ধরতে ম্রো ভাষায় বই রচিত করা হয়েছে।

 

অন্যদিকে ম্রোদের ধর্মীয় নেতা ও ক্রামা ধর্মের প্রবক্তা মেনলে ম্রোর বিভিন্ন ইতিহাস জীবনী তার হাতে আঁকা ছবিগুলো নিয়ে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম মএনলএর ইতিহাস সম্পর্কে জানতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ