মোঃ আলমগীর হোসেন , লংগদু প্রতিনিধিঃ
রাঙ্গামাটির লংগদু হতে নানিয়ারচর পর্যন্ত সড়কের দাবীতে লংগদু বাঘাইছড়ি ও দিঘীনালা উপজেলাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সোনালি ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে শহীদ মিনার পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদ,লংগদু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ভোক্তা অধিকার পরিষদের আহবায়ক এবিএস মামুন সহ স্থানীয় বিপুল পরিমাণ জনসাধারন।
মানববন্ধনে বক্তারা বলেন, আধুনিক লংগদু, নানিয়ারচর, বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলা বিনির্মানের লক্ষে রাঙ্গামাটি জেলা সদরের সাথে লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালার সরাসরি সংযোগ সড়ক বাস্তবায়নের বিকল্প নেই। ফলে নানিয়ারচর টু লংগদু সংযোগ সড়কের দ্রুত বাস্তবায়নের জন্য আমরা মানববন্ধনের মাধ্যমে সড়কের দাবী জানাচ্ছি।
বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরবাসী আর কত কাল নৌপথে যাতায়াত করবে? আর কত দিন অবহেলিত থাকবে? সড়কটি বাস্তবায়ন হলে লংগদু হতে জেলা সদরে পৌঁছতে সময লাগবে ২ ঘন্টা, অথচ দীর্ঘ সাড়ে তিন-চার ঘন্টায় লঞ্চে যেতে হয়। সড়কটি বাস্তবায়নের জন্য এর আগেও অনেকবার আন্দোলনে নেমেছিল লংগদুবাসী।
উল্লেখ্য যে নানিয়ারচর থেকে লংগদু পর্যন্ত সড়কটি বাস্তবায়ন হলে চারটি উপজেলার কয়েক লক্ষ মানুষ যেমনি উপকৃত হবে তেমনি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা হতে ব্যবসায়ীর সহজে তাদের ব্যবসা-বানিজ্য করতে পারবে ফলে উপজেলা গুলোর জনসাধারণের বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এলাকায় উৎপাদিত দ্রব্যাদির চাহিদা বেড়ে যাবে।
তাই চারটি উপজেলা লক্ষ লক্ষ জনসাধারণের প্রানের দাবি দ্রুত নানিয়ারচর হতে লংগদু পর্যন্ত সড়কটি কাজ শুরু করতে হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত