দেশে করোনা পরিস্থিতি শুরু থেকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় জনসাধারণকে করোনামুক্ত রাখতে ও স্বাস্থ্যবিধি মানাতে দিবানিশি বিরামহীনভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। তারই ধারাবাহিকতায় ২৩ আগষ্ট সোমবার দুপুরে গুইমারা উপজেলা সদর, বড়পিলাক,তৈকর্মাতে মোটর সাইকেল, টমটম, সি এন জি চালক এবং গুইমারা নূরানী মাদ্রাসার ছাত্র ছাত্রী ও তৈকর্মা কমিউনিটি ক্লিনিক সহ ৬০০ জনের মাঝে মাস্ক বিতরণ করেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে উদ্ধোদ্ধ করেন।
মাস্ক বিতরণ ও জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ধারাবাহিক কার্যক্রম চালানোর বিষয়ে জানতে চাইলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ বলেন গুইমারা উপজেলার সকল জনগনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সকল প্রচেষ্টা চালানো হয়েছে যা অব্যাহত থাকবে। করোনা থেকে রক্ষা পেতে জনগনকে মাস্ক ব্যাবহার করাসহ সচেতন হওয়ার আহবান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত