স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনস্থ সমাজতত্ত্ব-২ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন অন্তঃসত্ত্বা ছাত্রী নিকাব খুলতে অস্বীকৃতির কারণে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
১৪ ডিসেম্বর এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, ‘মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্দা পালনের কারণে একজন অন্তঃসত্ত্বা ছাত্রীকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
ইসলামী অনুশাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের ধর্ম ও সাংবিধানিক অধিকার। একজন শিক্ষার্থী যদি পর্দা রক্ষা করে পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তাহলে তাঁর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের উচিত ছিল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু উল্টো, তাঁকে অপমানিত ও হয়রানি করা হয়েছে, যা মানবাধিকার ও নৈতিকতার চরম লঙ্ঘন।’
আমরা মনে করি, এই ধরনের ঘটনা আমাদের সমাজের ধর্মীয় মূল্যবোধ ও শিক্ষার নৈতিক পরিবেশের পরিপন্থী। এটি একদিকে যেমন একজন মুসলিম নারীর ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ, অন্যদিকে তা সমাজে ধর্মীয় অসহিষ্ণুতার পরিবেশ তৈরি করতে পারে।
আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল শিক্ষার্থীর ধর্মীয় অধিকার রক্ষা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত