রাঙামাটির নানিয়ারচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আলমগীর মানিক পরিবারসহ আহত হয়েছে।
সোমবার সকালে উপজেলার রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ঘিলাছড়ি ইউনিয়নের ভূঁইয়াদম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে সাংবাদিক আলমগির মানিকের মা, ছেলে, ভাগনে ও চালসহ ৪জন আহত হয়।
এই ঘটনায় ট্রাকটি (চট্টমেট্রো-টঃ ১১৭১৪৯) জব্দ এবং চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে সাংবাদিক আলমগীর মানিক তার পরিবার নিয়ে মাইক্রোযোগে রাঙামাটি থেকে ফেনির উদ্দেশ্যে যাওয়ার পথিমধ্যে ভূঁইয়াদম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তারা দুর্ঘটনার শিকার হয়।
এবিষয়ে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান বলেন, চালক, হেলপারকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি। স্থানীয়ভাবে সুরাহা করা হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত