মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
কিছু সময় নিজের হোক
কে কোথায় যাই! শুধু দৌড়াই,
যে ডাকে- তারই পিছে পিছে!
বিনা কাজে ধাই, তবু সময় নাই
ঘুরে ফিরে দিন যায় মিছে!
কিছু সময় হোক, না দেখুক লোক
নীরবে নিজের মতো বাঁচি।
কে করে কী শোক, তা না জানা হোক!
আমি আমাতেই মিশে আছি।
কোলাহল কল, মুখরিত ঢল
এড়িয়ে চলি মাঝে মাঝে।
অশ্রু সজল, হই না অতল
না ডাকলেও কেহ কোনো কাজে।
প্রয়োজন বুঝে, সুস্থির কাজে
পরিমিত ব্যস্ততা ভালো।
অস্থির কাজে, না গিয়ে সমাজে
ধীরস্থির স্রোত মাঝে চলো।