শফিক ইসলাম,মহালছড়িঃ শুক্রবার(১৩ ডিসেম্বর) দুপুর ২:০০ ঘটিকায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের বিভিন্ন শ্রেনীর নেতাকর্মী’রা অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জামায়াতের খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মুমিন।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি সদর উপজেলা শাখার আমির মোঃ ইলিয়াস হোসেন ও জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ মাঈন উদ্দিন প্রমূখ,
সভার সভাপতিত্ব করেন, মহালছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মোঃ আব্দুল মান্নান।
প্রধান অতিথী বক্তব্য বলেন, ' বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে - জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।'
এছাড়াও অন্য বক্তরা বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গায়ের জোরে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে কখনো ক্ষমতার টিকে থাকা যায় না। আজ তারাই পালিয়ে গেছে যারা জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল। দেশের স্বার্থে ও জনগণের অধিকার রক্ষায় জামায়াতের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন ও শোষণমুক্ত একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত