নিজস্ব প্রতিনিধিঃ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবদুর রশিদ, যার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ, এখন প্রধান প্রকৌশলী হওয়ার দৌড়ে শামিল। নিয়োগ-বাণিজ্য, বদলি-বাণিজ্য এবং ঠিকাদারি সিন্ডিকেটের মাধ্যমে গড়ে তোলা দুর্নীতির সাম্রাজ্যের জন্য তিনি বিতর্কিত। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের কর্মকর্তার পদোন্নতি এলজিইডির সুনামকে ধ্বংস করবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আবদুর রশিদ তার ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেন এবং সরকারি প্রকল্পের অর্থ লুট করেন। দায়িত্ব পালনকালে বদলি ও নিয়োগে বাণিজ্যের মাধ্যমে নিজের সাম্রাজ্যকে শক্তিশালী করেছেন তিনি।ঢাকা, রাজশাহী এবং সিরাজগঞ্জে তার নামে বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট, জমি ও অন্যান্য সম্পত্তি অর্জনের অভিযোগ রয়েছে। যদিও দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তিনি তদন্তে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন। চারবার তলব করা হলেও হাজির হননি এবং মিথ্যা তথ্য দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন।
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যদি প্রধান প্রকৌশলীর মতো গুরুত্বপূর্ণ পদে যায়, তবে তা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ধ্বংস করবে।”এলজিইডি কর্মকর্তারা মনে করছেন, আবদুর রশিদ যদি প্রধান প্রকৌশলী হন, তাহলে সরকারি প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন চরমভাবে ব্যাহত হবে।তাকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য দিতে রাজি হননি।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত