সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার (১২ডিসেম্বর) রাত বারোটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
জানা যায়, বুধবার দিনগত সন্ধ্যা থেকে নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ১২ টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতেকরে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতেকরে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
এদিকে নদী পার হতে আসা বেশকিছু যানবাহন আটকা পড়েছে ঘাট এলাকায়। ফলে আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টদের তীব্র শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়তে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যাবস্থাপক সালাউদ্দিন কালবেলাকে জানান, ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত