খাগড়াছড়ি: সীমান্ত রক্ষার পাশাপাশি পাহাড়ের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির ২৩, যামিনীপাড়া ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থসহ বিভিন্ন অনুদান প্রদান করেছে বিজিবি।
বুধবার (১১ ডিসেম্বর) ২৩, যামিনীপাড়া ব্যাটালিয়নের আওতাধীন দু:স্থ অসহায় পাহাড়ি-বাঙালিদের নগদ অর্থ, শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করেন ২৩, যামিনী পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির, পিএসসি।
মানবিক সহায়তার অংশ হিসেবে লক্ষী রানী ত্রিপুরাকে ঢেউটিন, সিংহপাড়া শাহ্ সূফি আবদুল গণি হাফেজিয়া মাদ্রাসার ঘর নির্মানের জন্য ঢেউটিন প্রদান করা হয়। লক্ষী নারায়ণ মন্দির সংস্কারের জন্য নগদ আর্থিক অনুদান এবং তবলছড়ি ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ছাত্রছাত্রীদের ১ম ও ২য় বর্ষ এবং দাখিল পরীক্ষার ফরম ফিলাপের জন্য শিক্ষা সহায়তা, ক্রীড়া সামগ্রীসহ অনুদান বিতরণ করা হয়। একই সময় যামিনীপাড়া বেলাল পোষ্ট জামে মসজিদের অযুখানা সংস্কারের জন্য আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা ছাড়াও ৬টি মাদ্রাসায় ৪৫০ কেজি চাল বিতরণ করা হয়।
যামিনী পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলমগীর কবির বলেন, বিজিবি বরাবরই দু:স্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় নানামুখী কর্মকান্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কর্মকান্ড অব্যাহত থাকবে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত