বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৫.৩০ টায় শহীদ জোবায়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনা ও বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এস. এম. আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক আমজাদ হোসেন বলেন, সবাই মানবাধিকারের কথা বলে। এমনকি ইসরাইলও মানবাধিকারের জন্য ডোনেশন দেয়। কিন্তু তাদের মধ্যে মানবাধিকারের চর্চা নেই। আলোচনার চেয়ে চর্চা বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম যুদ্ধের মধ্যেই মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে মানুষ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের কারণে পৃথিবী বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি বলেন, ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে একটি শ্রেণি পুঁজিবাদী চেতনা ধারণ করে বিশ্বের অবহেলিত মানুষকে শোষণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা অর্থ সম্পাদক মোহাম্মদ আলী, অফিস সম্পাদক মোহাম্মদ পারভেজ প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত