স্টাফ রিপোর্টার: ভারতের সাথে করা সকল দেশবিরোধী চুক্তি বাতিলের দাবী জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক হুইপ, সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
০৭ ডিসেম্বর শনিবার সকাল ১০ ঘটিকায়
বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের যৌথ উদ্যেগে জাতীয় প্রেস ক্লাবে (আকরাম খা হল) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদের প্রধান স্বমন্বয়ক তৌহিদ আজাদের সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক বিশিষ্ট শিক্ষাবীদ অধ্যাপক আহসান উল্লাহ, খাগড়াছড়ি পার্বত্য জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বান্দরবান জেলা জামায়াতের আমীর এস. এম আব্দুস সালাম আজাদ, আইআইইউটি ঢাকা'র অধ্যাপক আমান উদ্দিন মুজাহিদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক এ এইচ এম ফারুক, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মো: সাইদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস এর জাতিসংঘে দেওয়া বক্তব্যের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়ে জাতিসংঘে জোড়ালো বক্তব্য প্রদান করেছেন। এর আগে এমন সাহসী বক্তব্য বাংলাদেশের কোন রাষ্ট্র প্রধান দিতে পারেনী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ভূমিকার কথা উল্লেখ করে তার যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন।
পার্বত্য চট্টগ্রামসহ বন্দর নগরী হুমকির মুখে উল্লেখ করে তিনি আরো বলেন, বর্তমান সরকারের উপদেষ্টাগণ যেনো এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে।
ভারতের সাথে করা দেশবিরোধী সকল অবৈধ চুক্তি বাতিলের পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম কালো চুক্তি বাতিল করার দাবী জানান।
এসময় পার্বত্য চট্টগ্রামের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূন: স্থাপন করা খুবই জরুরি বলে উল্লেখ করেন।
মতবিনিময় সভায় অন্যান্ন অতিথিবৃন্দ বলেন, পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান করতে অন্তবর্তী সরকার কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে ল্যান্ড কমিশন ১৯০০ সালের পার্বত্য আইন, সকলের জন্য সর্বস্তরে সম- হারে কোটা স্থাপন, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, পার্বত্য অঞ্চলকে পর্যটন অঞ্চল হিসেবে গড়ে তোলা, রাবার শিল্পকে কৃষি শিল্প হিসেবে উন্নত করা, গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বন্দর স্থাপন করে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় করা সম্ভব বলে জানান।
মতবিনিময় সভায় অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম আইনজীবী ফোরামের চট্টগ্রাম শাখার আহ্বায়ক এডভোকেট ইব্রাহিম মুজাহিদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাদেকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট ইব্রাহিম মনির, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সিনিয়র -সহ সভাপতি ওমর ফারুক সুজন, সাবেক কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক আবু বকর ছিদ্দিক, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি আতিকুর রহমান , পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ হোসেন ফরায়েজি সাকিব, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোমেন, পার্বত্য আইনজীবী ফোরামের নেতা এডভোকেট দেলোয়ার হোসাইন, সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট আব্দুল মালেক প্রমুখ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত