ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। "নিরাপদ থাকি, নিরাপদ রাখি" এই প্রতিপাদ্য বিষয়'কে রেখে খাগড়াছড়িতে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি সদরস্থ মধ্যবেতছড়ি হিলস্ গার্ডেন এন্ড এগ্রো ফার্ম এর সহযোগিতায় নিরাপদ কৃষি বলয় এর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাংলাদেশ অরগানিক এগ্রিকালচার নেটওয়ার্ক (বোয়ান) এর সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নাজিম উদ্দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে পাহাড়ে প্রকৃতি'কে অক্ষত রেখে কিভাবে পরিবেশ প্রকৃতিবান্ধব নিরাপদ চাষাবাদ করা সম্ভব এবং কোনো প্রকার রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে গরুর গোবর সংগহ করে কিভাবে জৈব সার সহ বিভিন্ন প্রকৃতিবান্ধব সার, স্প্রে করা সম্ভব সেই বিষয়ে কৃষকদের মাঝে হাতে কলমে প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করেন।
প্রশিক্ষণ কর্মশালায় হিলস্ গার্ডেন এন্ড এগ্রো ফার্ম এর পরিচালক কৃষিবিদ আমিনুল ইসলাম বাবু এর সভাপতিত্ত্বে উপস্থিত ছিলেন ৪নং কমলছড়ি ইউনিয়নের ইউপি সদস্য রিপন চাকমা, পরিবেশ কর্মী সুশান্ত চাকমা, সমাজকর্মী জিহাদ আবেদিন, নিরাপদ কৃষি বলয় কর্মী মো.শহিদুল ইসলাম, বেলাল চৌধুরী, কিশোর চাকমা মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।
স্থানীয় কৃষকদের উপস্থিতিতে প্রশিক্ষণ কর্মশালায় পরিবেশ প্রকৃতিবান্ধব প্রত্যক্ষ ধারনা প্রদান করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত