শফিক ইসলাম,মহালছড়ি প্রতিনিধিঃ পার্বত্য শান্তিচুক্তির ২৭ তম বছর পূর্তি উপলক্ষ্যে মহালছড়ি জোন কর্তৃক উপজেলাস্থ ২ টি পৃথক গ্রামে পাহাড়ের বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিকট ফ্রি চিকিৎসা। সেবা প্রদান, ঔষধ ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার ৫৭ ইবি মহালছড়ি সেনা জোনের আয়োজনে আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস এর তত্বাবধানে পার্বত্য শান্তিচুক্তির ২৭ তম বছর পূর্তি উপলক্ষে মহালছড়ি উপজেলাস্থ ২৪ মাইল এলাকায় পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠী গরিব, অসহায়,দারিদ্রসীমার নিচে বসবাসরত মানুষের মাঝে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইন পাহাড়ি ও বাঙালি মাঝে চিকিৎসা প্রদান করেন।
এছাড়াও মুবাছড়ি ইউনিয়নের কাপ্তাই পাড়া নামক এলাকায় ক্যাপ্টেন মোঃ ফারাবী বিন আলীর উপস্থিতিতে দেড় শতাধিক পাহাড়ি-বাঙালির মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর এরূপ মহতি উদ্যোগে স্থানীয় জনসাধারণ অত্যন্ত আনন্দিত। মহিলা, শিশু ও বয়োবৃদ্ধগণ উন্নত চিকিৎসা সেবা পেয়ে মহালছড়ি সেনা জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ ব্যক্ত করেন।
মহালছড়ি সেনা জোন সাধারণ মানুষের পাশে থেকে তাদের উন্নত মানের জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে আন্তরিকভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত