ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে "পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন" এই স্লোগান কে সামনে রেখে খাগড়াছড়িতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি সদরস্ত পানখাইয়া পাড়া মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র আয়োজনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশ এ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা'র সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি'র কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধকর ত্রিপুরা।
গণসমাবেশ এ বক্তব্য রাখেন, জেএসএস (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিটন চাকমা, উপজাতীয় শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, জেএসএস খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রীতি খীসা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক পিন্টু চাকমা, পিসিপি মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি কাকলি খীসা, ধীমান খীসাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত গণসমাবেশে বক্তারা বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পাহাড়ে শান্তি বিরাজের জন্য যে চুক্তি করেছিল তা পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার এখনো পর্যন্ত ভূমি ফেরত নিষ্পত্তি, স্থায়ী বাসিন্দসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি পূরণ না হওয়ায় এখনো পর্যন্ত অমীমাংসিত থেকে গেল। আর কিছু মহল আমাদের এই দাবি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার জন্য পায়তারা করছে। আমরা আজকে মূলত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার জন্য আমাদের এই গণসমাবেশ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত