আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার খাগড়াছড়িঃ
পার্বত্য শান্তি চুক্তির ২৭তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর উদ্যোগে এলাকার অসহায়,দুঃস্থ, শীর্তাত ও রোগাক্রান্ত মানুষের মাঝে মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী।
২ ডিসেম্বর সোমবার সকালে রিজিয়নে শহীদ লে. মুশফিক স্কুল মাঠে সিন্দুকছড়ি জোন এলাকার সাড়ে ৪শ অসহায়,দরিদ্র, দুঃস্থ ও শীর্তাত নারী পুরুষ এবং স্কুল শিক্ষার্থীর হাতে ঢেউটিন, কম্বল, স্কুল ব্যাগ, খেলাধুলার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের পাশাপাশি ৫২৬জন রোগাক্রান্ত মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে।
এ সময় সহায়তা বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, জোন কমান্ডার লে.কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা, চিকিৎসক ক্যাপ্টেন নাহিয়ান কবির, আরিফুল ইমরাম, মো. মাজহারুল ইসলাম, এনায়েতুল্লাহ মাহফুজসহ উর্ধ্বতন কর্মকতারা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত