স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে রুপান্তর মানবকল্যান ক্লাবের উদ্যোগে আয়োজিত টি-সিক্স শর্টপিচ ক্রিকেট টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান করা হয়।
৩০ নভেম্বর বুধবার বিকালের সময় সেভেন স্টার এর দেওয়া ৫২ রানের সহজ টার্গেটে স্বাধীন সিক্সার্স হাবিবুর রহমানের দারুন অলরাউন্ডিং নৈপত্তে ৫ ওভারে সংগ্রহ করে নিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরো টূর্নামেন্ট জুড়ে ভালো খেলায় টূর্নামেন্ট সেরা নির্বাচিত হয় স্বাধীন সিক্সার্স এর অলরাউন্ডার মোঃ হাবিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তাফা পিএসসি,জি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি নবী হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউসুফসহ জোনের অন্যান্য অফিসার ও গন্যমান্য স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলকে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বর্তমান তরুণ প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহবান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত