ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই রেঞ্জের সংরক্ষিত বনের প্রাকৃতিক পরিবেশে ৬ টি বনমোরগ অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহি উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে এই জীবন্ত বনমোরগ অবমুক্ত করা হয়।
এসময় রাঙামাটি সদর রেঞ্জের বিশেষ টহল দলের দলনেতা মোঃ সফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম, জুম নিয়ন্ত্রণ বন বিভাগের মোঃ শহিদুল আলম সহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার (২৭ নভেম্বর) পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগ ও পার্বত্য চট্রগ্রাম উত্তর বন বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এর নির্দেশে রাঙামাটি সদর উপজেলার তবলছড়ি ব্রিজের উপর হতে নিউজ ২৪ এর স্টাফ রিপোর্টার এবং বিশেষ টহল দল কর্তৃক ০৬ (ছয়) টি জীবন্ত বন মোরগ উদ্ধার করা হয়। ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত