বিদ্যুৎ সংযোগ নিয়ে মারপিটের ঘটনার মামলায় আটক সাংবাদিক মিলটন বড়ুয়া জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯আগষ্ট) দুপুরে রাঙামাটির সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীর বিজ্ঞ আদালত রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল এর জিম্মায় জামিন প্রদান করে।
সাপ্তাহিক পাহাড়ের সময়ের সম্পাদক সাংবাদিক মিলটন বড়ুয়া সম্প্রতি বিদ্যুৎ সংযোগ নিয়ে মারপিটের ঘটনার মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন।
সাংবাদিক মিল্টন বড়ুয়া মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জেল গেটে তাকে স্বাগত জানান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও এসএ টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সোলায়মান, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি সাংবাদিক মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক মানবকন্ঠ এর জেলা প্রতিনিধি নুরুল আলম মানিক, সাপ্তাহিক পাহাড়ের সময় এর কর্মরত সাংবাদিক পলাশ চাকমা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি শাখার লাইফ মেম্বার পারভেজুল ইসলাম সুমন প্রমুখ।
সাংবাদিক মিল্টন বড়ুয়া তার জামিন লাভে যারা সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত