ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চন্দ্রঘোনা মিশন এলাকায় অবস্থিত পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুণর্মিলনী চলতি বছরের আগামী ২৮ ডিসেম্বর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী স্টাফ ক্লাবে অনুষ্ঠিত হবে।
পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আয়োজনে১৯৭২ সাল হতে ২০২৪ সালের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে এই মিলনমেলা উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান পাহাড়িকা উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী কল্যাণ পরিষদের আহবায়ক ডাঃ প্রবীর খিয়াং।
তিনি আরোও জানান এই মিলনমেলা উৎসবে প্রায় ১ হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা অংশ নিতে পারেন।
পরিষদের সদস্য সচিব শেখ রায়হান আকাশ বলেন, এবার আমরা জাঁকজমকপূর্ণ মিলনমেলা উৎসব আয়োজন করছি। এই মিলনমেলায় সকল প্রাক্তন শিক্ষার্থী একত্রিত হয়ে পুরনো স্মৃতি রোমন্থন করবে। এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ছাড়াও দেশের নামকরা ব্যান্ড দল অংশ নিবেন।
এছাড়া মিলন মেলায় র্যাফেল ড্র, মজার মজার ইভেন্ট সহ নানা আয়োজনে ভরপুর থাকবে। ইতিমধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, আগামী ২২ ডিসেম্বর রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত