অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পুনর্বাসন প্রতিরোধে সচেতনতা সমাবেশ ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলোর জাতীয় ছাত্র সংহিত প্রকাশের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা। ২৬ শে নভেম্বর মঙ্গলবার বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর হতে শুরু হয়ে উক্ত সমাবেশ বান্দরবান বাজার প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
উক্ত সচেনতা সমাবেশ ও জাতীয় ছাত্র সংহতি প্রকাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান জেলা প্রতিনিধি ছাত্রনেতা আসিফ ইকবাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বান্দরবান জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা, জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান পৌর শাখার সদস্য সচিব কাওছার ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধি লোকমান হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, দুই সহস্রাধিক ছাত্র জনতার রক্তের উপর দাড়িয়ে আওয়ামীলীগ, ছাত্রলীগ এবং তাদের দোসররা রাজনীতি করতে পারে না। তাদের অপরাধের বিচার না করে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া হবে না। স্বৈরাচার এবং তাদের দোসরদের যারা পুনর্বাসন করবে তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে। সর্বশেষ ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, জোবায়ের হোসেন, হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, মিছবাহ উদ্দীন, মেহেদী হাসান, আহমেদ আবিদ, রাশেদুল ইসলামসহ অন্যান্যরা।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত