স্টাফ রিপোর্টার: সড়ক দূর্ঘটনা এড়াতে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে সড়কের দু'ধারে ঝোপ-ঝাপ ও জঙ্গল পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখা।
২৫ নভেম্বর সোমবার সকাল থেকে বেলা ১০ ঘটিকা পর্যন্ত জালিয়াপাড়া টু সিন্দুকছড়ি সড়কের দু'ধারে খন্ড খন্ড ভাবে এই কর্মসূচী বাস্তবায়ন করে সংগঠনটি।
এসময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, গণমানুষের সংগঠন হিসেবে জামায়াত সব সময় জনকল্যাণমুখী কাজে অংশ গ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সড়কের দু'ধারে ঝোপ-ঝাপ ও জঙ্গল পরিস্কার কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।
এসময় নেতৃবৃন্দ আরো বলেন, বিগত ফ্যাসিবাদি সরকার হামলা-মামলা, জুলুম নির্যাতন চালিয়েও জামায়াতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলো। কিন্তু তারা সফল হতে পারেনী। সব বাধা পেরিয়ে জামায়াত সব সময় সাধ্য অনুযায়ী গণমানুষের পাশে দাঁড়িয়েছে।
ভবিষ্যতেও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে যে কোন দূর্ভোগে জামায়াত গণমানুষের পাশে থাকবে।
গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্ব এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজিদুর রহমান, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, সমাজসেবা সম্পাদক ডা: ওমর ফারুক, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মইন উদ্দিন, জামায়াত নেতা ইলিয়াছসহ স্থানীয় জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মী।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত