অসীম রায় (অশ্বিনী) বান্দরবান:
বান্দরবানে রুমায় সেনাবাহিনীর সাথে বন্দুক যুদ্ধে ৩ কুকি চীন সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএফ) ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।
২৪ শে নভেম্বর রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কেএনএ’র ওই আস্তানায় সেনাবাহিনীর অভিযান এখনো চলমান রয়েছে।
সূত্রে জানা যায়, সকাল থেকে রুমার দুর্গম ১ নং পাইন্দু ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড কুক্টা ঝিড়ি মুননংম পাড়া এলাকায় কেএনএফ এর আস্তানায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কেএনএফ সদস্যরা কুক্টা ঝিড়িতে অবস্থান করছেন তার ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।এ সময় কেএনএফ ০৩ সন্ত্রাসী নিহত হয়েছে,বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত