ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন - ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে খেলার পূর্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতির আদলে ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
ডিসপ্লে প্রদর্শনী শেষে খাগড়াছড়ি জোন ও বাঘাইছড়ি জোন এর ফুটবল খেলার মধ্য দিয়ে খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, এই টুর্নামেন্ট পাহাড়ের সম্প্রীতি রক্ষায় যুব সমাজদের ক্রিয়া মুখি করবে। পাহাড়ের ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
সট - শরীফ মো. আমান হাসান (২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল)
২৩ নভেম্বর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার সাতটি জোন নিয়ে সাতটি টিম অংশ গ্রহণে উদ্বোধন করবেন। এবং আগামী ০৩ ডিসেম্বর ২০২৪ইং সমাপনী খেলার মধ্য দিয়ে শেষ হবে জানানো হয়।
উদ্বোধন অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভাইয়া, খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, এইচ এম প্রফুল্ল সহ জেলা সাতটি রিজিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রিয়া অঙ্গনের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত