ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার অভিভাবক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
অভিভাবক সম্মেলনে বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবদুর রউফ রাজা, খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসার সাধারণ সম্পাদক মো. সেলিম, মাদ্রাসা'র ইংরেজি প্রভাষক মো.নুরুল ইসলাম, আরবী প্রভাষক আমিনুল ইসলাম সহ শিক্ষার্থীর অভিভাবকগণ মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাগড়াছড়ি বাইতুশ শরফ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসা'র পড়ালেখার মান ভালো এবং প্রতিবছর এই মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা সুনামের সাথেভালো ফলাফল অর্জন করে মাদ্রাসার নাম অক্ষুন্ন রেখেছে। ভালো ফলাফলের জন্য এই মাদ্রাসাটি সর্বজন স্বীকৃতি লাভ করেছে ইতিমধ্যে।
অপরদিকে শিক্ষার্থীদের অভিভাবকরা মাদ্রাসার পড়ালেখার মান উন্নয়ন এ অধ্যায় ভিত্তিক পরীক্ষা ও জবাবদিহিতা আছে বলেই শিক্ষার্থীরা ভালো ফলাফল করেন বলে মন্তব্য করেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত