স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (২১ নবেম্বর) সন্ধ্যা ৭.৩০ মিনিটে ইসলামীয়া আজিজুল উলুম মাদ্রাসা মিলনায়তনে এ কাউন্সিল পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কাউন্সিলে পরিষদের সদস্যদের প্রত্যক্ষ সমর্থনে মাওলানা কাজী জাহাঙ্গীর সভাপতি, সিনিয়র সহ সভাপতি মাওঃ সাইফুল ইসলাম, মাওলানা হাফেজ আব্দুল মালেক সাধারণ সম্পাদক, মাওঃ ইউনুছ যুগ্ম সম্পাদক,মাওলানা আব্দুর রহিম আজিজী সাংগঠনিক সম্পাদক ও মাওঃ দেলোয়ার হোসেন অর্থ সম্পাদক নির্বাচিত হয়।
উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা ক্বারী নুর হোসাইন সাহেবের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী, প্রধান আলোচক ছিলে মাওঃ নোমান, সাধারণ সম্পাদক বেফাক বোর্ড খাগড়াছড়ি জেলা শাখা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান ফারুকী,যুগ্ম সম্পাদক মাওঃ শহিদুল্লাহ, সহ-সাধারন সম্পাদক হাফেজ ক্বারী নাসিরুদ্দিন, মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মাওঃ ইব্রাহিম খলিল আল ফরিদী ।
কাউন্সিলে বক্তাগণ বলেন, বর্তমান জাতির এই ক্রান্তিকালে কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধভাবে এক প্লাটফর্মে থাকার কোন বিকল্প নেই।র ইসলামী শিক্ষাকে ত্বরান্বিত করা ও আলেম ওলামাদের সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার লক্ষেই এই ইসলামী সংগঠন। মহান আল্লাহর আইন ও মহানবী সা. এর আদর্শ অনুসরণ করে আলোকিত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছে খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ।
পরে ইসলাম ,দেশ ,জাতি ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে কাউন্সিলের সমাপ্তি ঘোষনা করা হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত