মাগুরা প্রতিনিধি : চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার ২২ নভেম্বর সকালে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে তাকে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের পৈত্রিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।
এ ঘটনার পর দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় অভিযোগ হলো, নিজ আওয়ামীলীগের দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার, শেখ আবু সাঈদের কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে দুইদিন পর ১২ মে তারিখ ভোর ৫ টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার উপর হামলা চালায়।
এ মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরো দুইজনকে আসামী করা হয়েছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত