মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান:
বান্দরবান জেলার লামা উপজেলায় ‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প’- এর আওতায় কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক সুফলভোগী রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। প্রশিক্ষণে উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লা হিল মারুফ, থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী বাবুল আব্দুল গফুর বিশেষ অতিথি ছিলেন।
এতে কার্প জাতীয় মাছের চাষ ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরে প্রশিক্ষণ উপকরণ প্রদান শেষে ফিডব্যাক গ্রহণ করে মাঠ পর্যায়ের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য ২০জন প্রশিক্ষণার্থীদের নিয়ে হ্যাচারি সফর ও অভিজ্ঞতা বিনিময় করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত