মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আজ বুধবার দীঘিনালা উপজেলা অডিটর রুমে দীঘিনালা উপজেলার আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সবাই উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলার সরকারি আধা সরকারি সকল বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিনিধি টিম উপজেলার ।
এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এরমধ্যে সব থেকে বেশি যে বিষয়টা নিয়ে কথা হয় সেটি হচ্ছে বাজার মনিটরিং,
বিগত সরকারের আমল থেকেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাহিরে , সিন্ডিকেট ব্যবসায়ীদের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়তে বলে বক্তারা।
দীঘিনালা বাজার চৌধুরী বলেন বাজারে নির্দিষ্ট কমিটি না থাকার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করার সুযোগ পাচ্ছে, এই বিষয়টা নিয়ে দ্রুত উপজেলা প্রশাসনের সাথে বসে বাজার কমিটি করার সিদ্ধান্ত গ্রহণ করবে তারা। কমিটি গঠন হলে সিন্ডিকেট কমবে বলে আশা করছে বাজার চৌধুরি।
আইন শৃঙ্খলা মাসিক সভায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে মাদক নিয়ন্ত্রণ এর বিষয়টি আসে।তরুণ সমাজকে ধ্বংস করছে এই মাদক, দ্রুত মাদক সংস্কার বিষয় কাজ না করলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল রানা।
মাদক এবং বাজার মনিটরিং বিষয় নিয়ে দীঘিনালা থানা অফিসার ইনচার্জ জানায় বাজার মনিটরিং এবং মাদক নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন,
এ সময় তিনি আহ্বান করে স্থানীয় জনপ্রতিনিধি এবং জনসাধারণকে মাদক ব্যবসায়ীদের সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সাহায্য করার।
উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদের সভাপতিত্বে আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভার শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশিদ বলেন সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে দীঘিনালা উপজেলায় কিভাবে মাদক নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে পাহাড় কাটা রোধ করা যায়, কিভাবে বেপয়ারা গাড়ি চলাচল বন্ধ করা যায়, সে বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য। সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে অপরাধীরা অপরাধ করতে সাহস পাবে না। তাই সকলকে সব বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং দীঘিনালা থানা ইনচার্জ অফিসার্স কে সহযোগিতা করার আহ্বান জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত