ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। "মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য অধিদপ্তর'র আয়োজনে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ এ মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক এ, কে, এম দিদারুল আলম'র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
এসময় মাদকদ্রব্য অধিদপ্তর পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মোঃ ছাবের, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.মোসলেম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মেধা শক্তি নষ্ট করে দেয়।
মাদক ব্যবহৃত নিকোটিন নামক পদার্থটি মানুষের জীবন থেকে প্রতিদিন ৫সেকেন্ড করে আয়ু কেরে নেয়।
তাই আপনার সন্তানদের মাদকের মতো এমন একটি মরণব্যাধি দ্রব্য, আত্মহননের অসৎ পথ যেন শিক্ষার্থীদের উপর যাতে কোনো প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য অভিভাবকদের আহ্বান জানানো হয়।
অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের মাদক কে না বলুন এই শ্লোগান সবার হৃদয় ধারণ এটাই হোক অঙ্গিকার - মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত