ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম এ চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
আগামী ২৩ নভেম্বর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার সাতটি জোন নিয়ে সাতটি টিম অংশ গ্রহণে উদ্বোধন করবেন। এবং ০৩ ডিসেম্বর ২০২৪ইং সমাপনী খেলার মধ্য দিয়ে শেষ হবে জানানো হয়।
খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান পরিদর্শনকালে স্টেডিয়ামের চিত্র দেখে কিছু জায়গা সংস্কারের মত প্রকাশ করেন।
এবং বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট -২৪ চালুর মধ্য দিয়ে যুব সমাজদের ক্রিয়া মুখি করার জন্য এ আয়োজন। পাহাড়ে ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। শুধুমাত্র সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তারা পিছিয়ে আছে। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। খেলাধুলার সাংস্কৃতিক এ অংশগুলো যদি আমরা আরও উন্নতি করতে পারি তাহলে পাহাড়ে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে পারবে। খাগড়াছড়ি সম্প্রীতি আমরা মনেপ্রাণে বিশ্বাস করি বলেই আমাদের রিজিয়ন কাপ এর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
পরিদর্শন এ খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, এইচ এম প্রফুল্ল সহ খাগড়াছড়ি ক্রিয়া অঙ্গনের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত