• মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
বিপন ত্রিপুরাকে সভাপতি ও দীপক ত্রিপুরা কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত গোয়ালন্দে  খাজনা আদায়ে বাঁধার ও চাদার দাবী অভিযোগে সংবাদ সম্মেলন কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান রামগড় স্বাস্থ্যকমপ্লেক্সে পানির ফিল্টার ও সোলার প্যানেল প্রদান রামগড় ৪৩ বিজিবি উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরন কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত  খাগড়াছড়িতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিকল্প আয়ের মাধ্যমে জলাশয়ের মাছের ভারসাম্য রক্ষার উদ্যোগ শেখ হাসিনা দেশের হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে…. চরমোনাই পীর রাজবাড়ীতে প্রবাসীকে কুঁপিয়ে হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার লংগদুতে ৩৭ বিজিবির জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার লংগদু সরকারি মডেল কলেজের নতুন অধ্যক্ষকে সংর্বধনা

জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার শরীফ মো. আমান হাসান

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। / ১৪৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষ্যে জেলা স্টেডিয়াম এ চলছে ব্যাপক প্রস্তুতি। রবিবার দুপুরে খাগড়াছড়ি জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন ২০৩ পদাতিক খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

আগামী ২৩ নভেম্বর খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট জেলার সাতটি জোন নিয়ে সাতটি টিম অংশ গ্রহণে উদ্বোধন করবেন। এবং ০৩ ডিসেম্বর ২০২৪ইং সমাপনী খেলার মধ্য দিয়ে শেষ হবে জানানো হয়।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ও ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান পরিদর্শনকালে স্টেডিয়ামের চিত্র দেখে কিছু জায়গা সংস্কারের মত প্রকাশ করেন।

এবং বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট -২৪ চালুর মধ্য দিয়ে যুব সমাজদের ক্রিয়া মুখি করার জন্য এ আয়োজন। পাহাড়ে ছেলেদের যথেষ্ট সক্ষমতা আছে বলেন। শুধুমাত্র সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তারা পিছিয়ে আছে। এখান থেকে একদিন তারা জাতীয় পর্যায়ে খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। খেলাধুলার সাংস্কৃতিক এ অংশগুলো যদি আমরা আরও উন্নতি করতে পারি তাহলে পাহাড়ে পাহাড়ি বাঙালি মিলেমিশে থাকতে পারবে। খাগড়াছড়ি সম্প্রীতি আমরা মনেপ্রাণে বিশ্বাস করি বলেই আমাদের রিজিয়ন কাপ এর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

পরিদর্শন এ খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর জাবির সোবহান মিয়াদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মো. জহুরুল আলম, এইচ এম প্রফুল্ল সহ খাগড়াছড়ি ক্রিয়া অঙ্গনের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ