খাগড়াছড়ি : মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে' প্রতিদ্বন্ধি মাটিরাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ড একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুইমারা ইউনিয়ন একাদশ। টুর্নামেন্টে ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় চ্যাম্পিয়ন গুইমারা একাদশের ব্যাটার মো. দিদারুল আলম।
শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে প্রতিদ্বন্ধিতাপুর্ন টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী ও মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদকসহ যেকোন অপরাধ থেকে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতেই এমন আয়োজন উল্লেখ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান বলেন, খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে।
মাদ্রকমুক্ত সমাজ গঠন ও পাহাড়ী-বাঙ্গালি জনগোষ্ঠির মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠাসহ পারস্পারিক আস্থা স্থাপনে মাটিরাঙ্গা জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। আটটি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত