নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় বাংলা সাহিত্যের জননন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭৬ তম জন্মদিনে তার সাহিত্যের ভক্ত হিমুদের দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) এ উৎসবের সূচনা হয় তরুণ ভক্তদের শোভাযাত্রার মাধ্যমে।এ শোভাযাত্রায় লেখক, সাংবাদিক, শিল্পী, শিক্ষক, চাকুরিজীবীসহ সংস্কৃতিমনা মানুষ অ্শগ্ৰহণ করে।
পরে কেক কেটে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।কেক ভক্তদের মাঝে বিতরণ করা হয়। দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয় সাতপাই থেকে হলুদ পোশাক পরে হিমু এবং নীল রঙের পোশাক পরে মেয়েরা রূপার বেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তার পাড়া মুক্তমঞ্চে শেষ হয়।
বিকালে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে হিমুদের উদ্যোগে লেখকের মরমী সঙ্গীতের অনুষ্ঠানে অংশ গ্ৰহণ স্থানীয় শিল্পীরা। লেখকের বাংলা সাহিত্যের অঙ্গনে তার অবদান সম্পর্কে আলোচনা করেন স্থানীয় লেখক, কবি,সাহিত্যিকগণ।
লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে লেখক হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়ি জেলার কেন্দুয়া উপজেলাধীন কুতুবপুর গ্রামের শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ প্রেসক্লাবের বিভাগীয় ও জেলা কমিটির সভাপতি শামীম তালুকদার বলেন, হুমায়ূন আহমেদ এপার বাংলা ওপার বাংলার একজন জনপ্রিয় লেখক। প্রতিবছর তার সাহিত্যের ভক্ত হিমুদের উদ্যোগে নানা আয়োজনে উৎসব উদযাপন করে আসছে। এতে নবীন পাঠক ও লেখকদের বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে এক ইতিবাচক ভূমিকা পালন করা হচ্ছে।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত