শফিক ইসলাম, মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাধীন মাইসছড়ি ইউনিয়নের জয়সেনপাড়া বেথলেহেম এজি চার্চে
জাপান এশিয়া ফেন্ডশিপ সোসাইটি (জে.এ.এফ.এস) এর সহযোগিতায় বেসিক ডেভলপমেন্ট পার্টনার্স (বিডিপি) এর সার্বিক তত্বাবধানে ১০০০(এক হাজার) অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সাম্প্রতিক কালে খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পরিবারকে বেথলেহেম এজি চার্চ প্রাঙ্গনে এই সহযোগিতা করা হয় গতকাল ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকা থেকে।
বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী কর্মসূচি-২০২৪ বিতরণ কালে উপস্থিত ছিলেন বিডিপি এর পরিচালক ইগন্সাসিওস হেমন্ত কোরাইয়া, প্রোগ্রাম কো-অর্ডিনেটর লাহচিং মং আইজ্যাক মারী এবং বেথলেহেম এজি চার্চের যাযক/পালক হৃদয় চাকমা প্রমুখ
এসময় ত্রাণ হিসেবে চাউল ১২ কেজি, ডাল ৩ কেজি, আলু ৩ কেজি,সয়াবিন তৈল ২ লিটার, পেয়াজ ১ কেজি,লবন ১ কেজি,সাবান ২ টি,সেনেটারি নেপকিন ১ বক্স, বেন্ডজ ১০ পিস, সেলাইন ৬ পিস বিতরণ করা হয়।
ত্রাণ নিয়ে বাসায় ফেরার পথে ভুক্তভোগী দের সাথে কথা বললে তারা বলেন, এমন দুঃসময়ে যে পরিমাণ সহযোগিতা করেছেন তার জন্য সাহায্য কারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।
সম্পাদকঃ এম. শাহীন আলম।। প্রকাশকঃ উম্মে হাবিবা
যোগাযোগ: ০১৬৪৭-৬২৭৫২৬/ ০১৮২৩-৯১৯০৯৫ whatsapp
parbattakantho@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে নিবন্ধনের জন্য আবেদিত
পার্বত্য কন্ঠ © ২০১৮-২০২৪ সংরক্ষিত